The news is by your side.

সীমান্তে ন্যাটো তৎপরতা প্রতিরোধে  প্রথম রুশ সেনাবহর বেলারুশে

0 209

আন্তর্জাতিক ডেস্ক

সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে রাশিয়ার সেনা বহনকারী প্রথম কাফেলা বেলারুশে পৌঁছেছে। শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বেলারুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো এবং মিনস্ক যৌথবাহিনী মোতায়েনের জন্য একটি চুক্তি করে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আঞ্চলিক সেনা মোতয়েনের ব্যবস্থা করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক।

১৯৯৯ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিরাপত্তা চুক্তি হয় যার মধ্যদিয়ে দু’দেশ পরস্পরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে সম্পূর্ণভাবে জড়িত।

চলতি সপ্তাহের প্রথম দিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ঘোষণা করেছিলেন যে, মস্কো এবং মিনস্ক বেলারুশের মাটিতে সেনা মোতায়েনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। তার ভাষায়-কিয়েভ এবং পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে বেড়ে চলা আগ্রাসীমূলক তৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে বেলারুশ সেনা মোতায়েনের চুক্তি করে।

Leave A Reply

Your email address will not be published.