The news is by your side.

সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ১৭ প্রেক্ষাগৃহে

0 121

দেশের ১৭ সিনেমা হলে  মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুতোষ সিনেমাটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পরীমণি।

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরীমণি। তিনি বলন, ‘একঝাঁক ছোট্ট পাখি সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাবো। দেখা হবে সিনেমা হলে। আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।’

সিয়াম আহমেদের ভাষ্য, ‘আমাদের দেশে শিশু-কিশোরদের জন্য হাতে গোনা কয়েকটা কাজ হয়। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইমেন্ট দিতে আমরা আসছি এই শুক্রবার।’

সিয়াম-পরী ছাড়াও আছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু। ২০১৮-১৮ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমার সহ-প্রযোজক বঙ্গ।

Leave A Reply

Your email address will not be published.