The news is by your side.

সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে  নিহত ৯৯

0 130

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সিরিয়ায় অন্তত ৯৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৩ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। তুরস্কের অন্যান্য শহরে এ ভূকম্পন অনুভূত হয়। এছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।

রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানায়, ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৯৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে।

Leave A Reply

Your email address will not be published.