The news is by your side.

সিরিয়ায় মার্কিন সেনা: আন্তর্জাতিক আইন লঙ্ঘন

0 119

 

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেছে মস্কো।

এর কারণ হিসেবে মস্কো বলেছে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির জন্য যেমন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন নেওয়া হয়নি, তেমনি এ ব্যাপারে দামেস্ক সরকারের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ শুক্রবার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

রুশ বার্তা সংস্থাটিকে তিনি বলেন, মার্কিন সেনা উপস্থিতি যেমন সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করছে না, তেমনি দেশটির সার্বিক পরিস্থিতির উন্নয়নেও মার্কিন সেনা উপস্থিতি কাজে আসছে না। অ্যান্টোনভ বলেন, উল্টো এর ফলে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে।

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আমেরিকা সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা দখল করে রেখেছে, যা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন।

সাক্ষাৎকারের অন্য অংশে অ্যান্টোনভ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই অভিযোগের সত্যতা নাকচ করে দেন যে, সিরিয়ার আকাশসীমায় রাশিয়া অপেশাদার আচরণ করছে। তিনি বলেন, সিরিয়ায় যদি কেউ বিমান চলাচল আইন লঙ্ঘন করে থাকে, সে আমেরিকা।

রুশ রাষ্ট্রদূত বলেন, এ ধরনের অভিযোগ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন সরকার নিজেই যখন প্রতিদিন সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে, তখন তাদের মুখে অন্য দেশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ মানায় না।

Leave A Reply

Your email address will not be published.