The news is by your side.

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৩৪

0 110

সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ জন বিদ্রোহী এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি। সোমবার রাশিয়ান বার্তা সংস্থা ইনটারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

এ বিষয়ে সিরিয়ায় অবস্থিত রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত বলেন, ‘ইদলিবে সিরিয়ার সরকারি সেনাদের ওপর বন্দুক হামলা করা অবৈধ সশস্ত্রগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমান বাহিনী সেখানে হামলা চালিয়েছে।’

ভাদিম কুলিত আরও দাবি করেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে মোট সাতবার হামলা করে সশস্ত্র গোষ্ঠীটি। তবে, ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা এখনো সঠিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক এলাকায় নির্বিচারহামলার খবর অস্বীকার করে সিরিয়ার সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত ইদলিব ও আলেপ্পোতে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে। বিরোধীরা বলেছেন, বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে।এর সুযোগ নিচ্ছে মস্কো ও দামেস্ক এবং উত্তেজনা ছড়াচ্ছে। ভাদিম কুলিত বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে রাশিয়া বারবার অভিযোগ করছে।’

তিনি আরও বলেন, ‘রুশ পক্ষের সঙ্গে সমন্বয় না করেই বেশ কিছু বিমান ও ড্রোন ওড়ানো হচ্ছে।’

রয়টার্সের একটি সূত্র থেকে জানায়, সিরিয়ায় ইরানের সঙ্গে সংযুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Leave A Reply

Your email address will not be published.