The news is by your side.

সিরিয়ায় একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

0 98

 

সিরিয়ার আলেপ্পো শহরে একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। এতে অন্তত ৩৮ জন সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের হিজবুল্লাহর পাঁচ সদস্যও রয়েছেন। দুটি নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলায় কতজন নিহত হয়েছে তা সিরিয়ার সরকার এখনো নিশ্চিত করেনি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি হামলা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্রের ডিপোতে আঘাত করেছিল। এতে একটি সিরিজ বিস্ফোরণ ঘটে।

হিজবুল্লাহসহ ইরানের সমন্বিত গোষ্ঠীগুলো সিরিয়ার পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি রাজধানী দামেস্কের আশেপাশের শহরতলিতে প্রভাব বিস্তার করে। পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়েছে আসছে ইসরায়েল।

Leave A Reply

Your email address will not be published.