The news is by your side.

সিরিজসেরা তাসকিন আহমেদ

আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, আমরা একটা দুর্দান্ত ফাস্ট বোলিং ইউনিট হয়ে উঠতে চাই:  তাসকিন

0 132

বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়ে টি-টোয়েন্টির সিরিজ সেরা হলেন তাসকিন আহমেদ।

শুক্রবার শেষ হওয়া সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। তিনটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন।

শেষ ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি। ব্যাটিং-বোলিং দুটোই বাজে হয়েছে। তবু তাসকিন ৪ ওভার বল করে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট।

আজ প্রথম আঘাতটা তিনিই হেনেছিলেন। কিন্তু মাত্র ১২৪ রানের পুঁজি নিয়ে ম্যাচ জয়ের আশা করাটা বাড়াবাড়ি। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২৭ রানে ৩টি। যা দলের জয়ে অবদান রেখেছে। সিরিজসেরার পুরস্কার নিতে এসে তাসকিন জানালেন, দলের জয়ে অবদান রাখাই তার লক্ষ্য।

তাসকিন বলেছেন, ‘আমি নিজের ওপর বিশ্বাস রাখি। উইকেট ফ্ল্যাট না অন্যকিছু- সেটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি নিজের প্রক্রিয়ার ভেতর থাকি, নিজেকে সমর্থন দিয়ে যাই এবং দলের জয়ে অবদান রাখি।

তাসকিন বলেন, গত কয়েক বছর ধরে একটা দল হিসেবে আমরা কঠোর পরিশ্রম করেছি। আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং আমরা একটা দুর্দান্ত ফাস্ট বোলিং ইউনিট হয়ে উঠতে চাই।’

 

 

 

Leave A Reply

Your email address will not be published.