The news is by your side.

সিপিএল:  প্লে অফে সাকিবের তাণ্ডব

0 220

সাকিব আল হাসানকে সিপিএলের ম্যাচে চেনা রূপে ফিরতে দেখা গেলো। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি।

সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন।

সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি।

তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।

ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান।

এই জুটির সঙ্গে শেষ দিকে সাকিবের এমন ঝড়ের পরও দলের রান ১৬৬ এর বেশি হয়নি, কারণ বাকি সবাই ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ বাকি সবাই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাই সাকিব ঝড়ের পরও অ্যান্টিগাকে থামতে হয়েছে গড়পড়তা পুঁজি নিয়ে।

 

Leave A Reply

Your email address will not be published.