The news is by your side.

সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

0 139

 

ট্যানারি মালিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমী ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

ঈদ উপলক্ষ্যে বুধবার দুপুরে চার দিনের সফরে রংপুর নগরীর সাগরপাড়া চিকলিপার্কের লেকভিউ নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদে ট্যানারি মালিকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার দাম যাতে নির্ধারিত দামের চেয়ে সাধারণ মানুষ কম না পায় সেজন্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। মৌসুমী ব্যবসায়ীরা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করলে সিন্ডিকেট হস্তক্ষেপ করতে পারবে না। এজন্য তাদের সজাগ থাকতে হবে।

ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে প্রশাসন নজরদারি রাখবে জানিয়ে তিনি বলেন, ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।

এ সময় মন্ত্রী চামড়ার ন্যায্যমূল্য পেতে লবণ লাগিয়ে ৭-৮ দিন সংরক্ষণের পরামর্শ দেন।

Leave A Reply

Your email address will not be published.