The news is by your side.

সিন্ডিকেটের মাথায় বাড়ি দিতে হবে: তাপস

0 179

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে গেছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সিন্ডিকেটের মাথায় বাড়ি দিয়ে তা ভেঙে দিতে হবে। সিন্ডিকেটের গভীরে যেতে হবে।’

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র প্রমুখ।

নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘সিন্ডিকেট করে দ্রব্যমূল্য যেভাবে বাড়ানো হচ্ছে, বাজারকে যেভাবে সিন্ডিকেট করে ধ্বংস করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি কুচক্রী মহল একেকবার একেক পণ্য নিয়ে কারসাজি করছে। তাদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘টিসিবি মাধ্যমে হয়তো নিম্ন আয়ের মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে দেওয়া হবে না।’

বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আগুন-সন্ত্রাস বাদ দিয়ে নির্বাচনে আসুন। যদি বিভিন্ন রকমের ছাড়ও দিতে হয়, সেজন্য সরকার প্রস্তুত, প্রধানমন্ত্রী প্রস্তুত।’

 

Leave A Reply

Your email address will not be published.