রোগা ছিপছিপে চকোলেট বয়ের চেহারার রাতারাতি রদবদল।এখন তাঁকে সত্যিই চেনা দুষ্কর। পরনে ঢিলেঢালা শার্ট, প্যান্ট। চোখে মোটা ফ্রেমের চশমা। পেতে রাখা চুল। সিক্স প্যাকের বদলে ভুরি একেবারে স্পষ্ট। অভিনেতা কার্তিক আরিয়ানের এরূপ চেহারা দেখে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন ভক্তরা।
চেহারার একাল-সেকালের রূপ সম্প্রতি পোস্ট করেছেন কার্তিক। যেখানে একটি ছবিতে শার্টলেস অবস্থায় তিনি। সিক্স প্যাক স্পষ্ট। অন্য ছবিতে পুরোদস্তুর ‘ভদ্রলোক’। যেখানে আবার ভুরি ফুটে উঠেছে। জানা গেছে, আসন্ন ছবি ‘ফ্রেডি’র জন্য ১৪ কেজি ওজন বাড়িয়েছেন কার্তিক। সিনেমার চরিত্রের সঙ্গে মানানসই হতেই চেহারায় বদল এনেছেন অভিনেতা।
এদিকে কার্তিকের এমন রূপ দেখে অবাক ভক্তরা। প্রশংসায় ভরিয়েও দিচ্ছেন অভিনেতাকে। অভিনয়ের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেকে যেভাবে ভেঙে গড়ছেন তিনি, তা দেখে মুগ্ধ সকলেই। উল্লেখ্য, ২ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পাবে ‘ফ্রেডি’।