The news is by your side.

সিনেপ্লেক্সে ‘পাঠান’ উন্মাদনা, প্রথম দুইদিনের টিকেট শেষ।

0 129

শুক্রবার বাংলাদেশের ৪১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। প্রথমে দিনেই ছবিটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে শা দেখতে দর্শকদের ঢল নেমেছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, সিনেপ্লেক্সের ৭ ব্রাঞ্চে শুক্রবার থেকে ৩৪টি করে শো পেয়েছে ‘পাঠান’।

বিকেলে সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে গিয়ে দেখা যায়, দলে দলে মানুষ পাঠান দেখতে আসছেন। শো শুরু হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগেই প্রেক্ষাগৃহে দর্শকরা আসতে শুরু করে। এ সময় সেখানে সাজানো সিনেমার পোস্টার ও ব্যানারের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাদের।

শো শুরু হওয়ার পর পর্দায় শাহরুখের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে প্রেক্ষাগৃহ। শিস ও করতালিতে বলিউড বাদশাহর সিনেমা উদযাপন করে তারা। উপস্থিত দর্শকদের মধ্যে একজন জানান, শাহরুখ খানকে পর্দায় দেখার সুযোগ মিস করতে চাননি তিনি। তাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছেন।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, প্রথম দুইদিনের টিকেট শেষ। রোববারের টিকেটও অর্ধেক শেষ। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর ‘পাঠান’ আবার দর্শকদের হলমুখী করেছে।

টিকেট না পেয়ে অনেক দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতেও দেখা গেছে ।

 

Leave A Reply

Your email address will not be published.