নারায়ণগঞ্জ,র সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়ায় কিশোরী দুই বোনকে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম- আবু বকর (৫৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার হোসেনপুর গ্রামের আবদুল্লাহর ছেলে।
ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাংগীরের বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তার আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, গত ৫ অক্টোবর মৌচাকের হোসিয়ারী একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই দুই বোনকে রাস্তা থেকে ফুঁসলিয়ে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে দুই বোনকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে দুই বোনকে হত্যা করারও হুমকি দেন আবুবকর।
তিনি বলেন, কিন্তু ঘটনাটি ফাঁস হয়ে গেল স্থানীয়রা আবু বকরকে গণধোলাই দেয়। পরে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।