The news is by your side.

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে জানুয়ারিতে, জমকালো আয়োজন

0 123

বলিউড সেনসেশনাল কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, শোনা গিয়েছিল, চলতি ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন তারা। সর্বশেষ খবর – বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে জানুয়ারিতে নিয়েছে এই জুটি।

জীবনের নতুন অধ্যায় তারা জমকালো আয়োজনে শুরু করবেন। এজন্য মুম্বাই (কিয়ারার জন্মস্থান) ও দিল্লি (সিদ্ধার্থের জন্মস্থান) দুই শহরে হবে বিয়ের আয়োজন। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে চলছে আলোচনা। যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিড-কিয়ারা পরিবারের সদস্যরা।

বিয়ের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মূল আনুষ্ঠানিকতা হতে পারে চণ্ডিগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস’-এ। এটি ভারতের অন্যতম বিলাসবহুল রিসোর্ট। বিশাল জায়গা নিয়ে গঠিত এই রিসোর্টেই তারকাযুগলের চার হাত এক হবে।

তারা এখন অতিথির তালিকা প্রস্তুত করছেন। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নির্মাতা ও অভিনয়শিল্পী তাদের কাছের মানুষ। সুতরাং তারা বিয়েতে থাকবেন। এরমধ্যে করন জোহর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানিরা থাকছেন আমন্ত্রিত অতিথির তালিকায়।

বিয়ের পর মুম্বাইতে একটি জমকালো রিসিপশনের আয়োজন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা।

কিয়ারা আদভানি বর্তমানে রয়েছেন নিউজিল্যান্ডে। সেখানে তিনি দক্ষিণী তারকা রাম চরণের সঙ্গে একটি সিনেমার শুটিং করছেন। অন্যদিকে সিদ্ধার্থ সম্প্রতি ‘যোদ্ধা’ ছবির শুটিং শেষ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.