The news is by your side.

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গেটের নামকরণ কিংবদন্তি ব্যাটার শচীন ও লারার নামে

0 112

বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা এক ব্যাটার শচীন টেন্ডুলকার। এবার জীবনের হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন এই ভারতীয়। আজ (২৪ এপ্রিল) ৫০তম জন্মদিনে বিশেষ এক সম্মাননাও পেলেন ভারতীয় এই কিংবদন্তি।

ভারতীয় ও ক্যারিবীয় কিংবদন্তি শচীন এবং লারার নামে নামকরণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গেটের। যেই গেট দিয়েই এখন থেকে মাঠে প্রবেশ করবেন সফরকারী দলের ক্রিকেটাররা।

শচীনের অর্ধশত বসন্ত এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার এই গ্রাউন্ডে ২৭৭ রানের অনবদ্য ইনিংস খেলার ৩০ বছর পূর্তি উপলক্ষে তাদের নামেই এই গেটের নামকরণ করা হয়েছে।

এখন থেকে স্বাগতিকরা ডন ব্র্যাডম্যান গেট দিয়ে এবং সফরকারীরা লারা-টেন্ডুলকার গেট দিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মাঠে ঢুকবেন।

এই ভেন্যুতে পাঁচ টেস্টে ১৫৭ গড়ে রান করেছেন ‘ক্রিকেটের বরপুত্র’ শচীন। তার ভাষ্য, সিডনি ক্রিকেট গ্রাউন্ড ভারতের বাইরে আমার সবচেয়ে পছন্দের মাঠ। ১৯৯১ থেকে ৯২ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরের পর এখানে আমার বেশ কিছু দারুণ স্মৃতি রয়েছে।

অন্যদিকে লারার দাবি, তার নামে গেটের নামকরণ হয়েছে, শুনে সম্মানিত বোধ করছেন তিনি।

ক্যারিবীয় কিংবদন্তির ভাষ্য, এই মাঠ আমার ও আমার পরিবারের জন্য অনেক স্পেশাল স্মৃতি উপহার দিয়েছে। আমি যখনই অস্ট্রেলিয়া গিয়েছি, সবসময়ই উপভোগ করেছি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.