এপ্রিলে সিঙ্গাপুরে বাড়ি বিক্রি সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে দেশটির কর্তৃপক্ষ কেন নতুন ব্যবস্থা প্রবর্তন করেছিল সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। খবর রয়টার্স ও ব্লুমবার্গ।
বাড়ির দাম বেড়ে যাওয়া এবং ভাড়া বেড়ে যাওয়ার প্রবণতা সিঙ্গাপুর সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতে এপ্রিলের শেষ নাগাদ প্রপার্টি কেনার ওপর কর বৃদ্ধি করে কর্তৃপক্ষ। যার মূল লক্ষ্য ছিল বিদেশী ও দ্বিতীয় বাড়ির ক্রেতাদের জন্য করা বাড়ানো। যেন বাড়ি কেনা সবার সামর্থ্যের মধ্যে থাকে।
এপ্রিলে নতুন ব্যক্তিগত বাড়ি কেনার সংখ্যা ৮৮৭টি বেড়েছে বলে জানিয়েছে আরবান ডেভেলপমেন্ট অথরিটি। সে হিসেবে সংখ্যাটা এক মাস আগের তুলনায় বেড়েছে ৮০ শতাংশ। এমন পদক্ষেপের ফলে ১৮ লাখ সিঙ্গাপুরি ডলার থেকে ৪০ লাখ সিঙ্গাপুরি ডলারের বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়ে বলে জানান প্রপার্টিগুরুর সিঙ্গাপুর কান্ট্রি ম্যানেজার ট্যান টি খুন।