The news is by your side.

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: ঢাবি শিক্ষার্থী নূরনবীর মৃত্যু

0 130

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূরনবী মারা গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবে তাকে বাঁচানো যায়নি। তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা এসেছেন। পরবর্তী যা করার আমরা করব।

নূরনবী ঢাবির ইসলামিক স্টাডিজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল তার। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচরে।

 

Leave A Reply

Your email address will not be published.