The news is by your side.

সালমান খান অসাধারণ ও খুব দয়ালু: শাহরুখ খান

স্বভাবসুলভ রসিকতায় ভক্তদের প্রশ্নের জবাবে শাহরুখ

0 137

২০১৮ সালে সর্বশেষ শাহরুখ খানের ‘জিরো’ মুক্তি পায়। ছবিটির ব্যর্থতার প্রায় চার বছর পেরিয়ে গেছে। কিন্তু এর মধ্যে শাহরুখ সেভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। গত বছর তাঁর ছেলে আরিয়ান খান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার জীবনে ঝড় বয়ে গেছে। কিন্তু শাহরুখ টুঁ শব্দ করেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ।

আজ শনিবার দুপুরে হঠাৎই টুইটারে ভক্তদের কাছে প্রশ্ন আহ্বান করেন। মজা করে লিখেছেন, ‘আমরা সবাই প্রশ্ন মাথায় নিয়ে ঘুম থেকে জেগে উঠি, আমি আজ উঠেছি উত্তর নিয়ে। তাই ভাবছি, মিনিট পনেরোর জন্য প্রশ্নোত্তর হতেই পারে।’ সঙ্গে সঙ্গেই ভক্তরা নানা ধরনের প্রশ্ন করেছেন তাঁদের প্রিয় তারকাকে। শাহরুখও মজা করেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

এক ভক্ত যেমন জানতে চেয়েছিলেন, যদি পরিবারের সঙ্গে কিম কার্ডাশিয়ানের মতো শো করেন, তবে সেটির নাম কী হবে? উত্তরে শাহরুখ লিখেছেন, ‘এটা কখনোই হবে না, কারণ, এসব ব্যাপারে আমরা খুবই রক্ষণশীল। যদি হতো তাহলে মনে হয় নাম হতো খানদান।’

আরেক ভক্ত শাহরুখকে বলেন এক শব্দে সালমান খানকে বর্ণনা করতে। শাহরুখ লেখেন, ‘অসাধারণ ও খুব দয়ালু (দুই শব্দ ব্যবহারের জন্য দুঃখিত)। কিন্তু তিনি তো ভাইই।’

প্রসঙ্গত, শাহরুখের পরের ছবি ‘পাঠান’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান। আবার সালমানের ‘টাইগার ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

আরেক ভক্ত প্রশ্ন করে বসেন—শাহরুখ আপনি এত হট কেন? স্বভাবসুলভ রসিকতায় শাহরুখের জবাব, ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস মনে হয় সাহায্য করেছে।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.