The news is by your side.

সালমান খানের স্ত্রী হতেন জুহি চাওলা, কেন বিয়ে করেননি?

0 142

সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন।

বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে।

সালমানের একটি পুরানো ভিডিও ভাইরাল হচ্ছে যাতে সালমানকে বলতে দেখা যায় যে তিনি জুহি চাওলাকে বিয়ে করতে চান। এই ভিডিওটি ১৯৯০ সালের কাছাকাছি যেখানে সালমান খান বলেছেন যে জুহি খুব মিষ্টি। এমনকি আমি তার বাবার কাছে জুহির হাত চেয়েছিলাম। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রতিবেদক ভাইজানকে প্রশ্ন করেছিলেন- ‘কেন, আপনি তাকে জিজ্ঞেস করেননি?’ উত্তরে ভাইজান জানিয়েছিলেন, ‘আমি জানি না, হয়তো আমাকে তাঁদের পছন্দ হয়নি।’

আপনাদের জানিয়ে রাখি, দিওয়ানা মাস্তানা ছবিতে একসাথে কাজ করেছিলেন সালমান খান ও জুহি চাওলা। ১৯৯৭ সালের এই ছবিতে ক্যামিও রোল ছিল সালমান খানের। পরে জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহেতাকে বিয়ে করেন। আর সালমান খানের অনেক অভিনেত্রীর সাথে সম্পর্কের সূচনা হলেও, কোনোটাই পরিণতি পায়নি।

Leave A Reply

Your email address will not be published.