The news is by your side.

সালমান খানের জন্মদিন আজ

0 441

 

 

২৭ ডিসেম্বর। সলমন অনুরাগীদের কাছে প্রত্যেক বছর এই তারিখটা কোনও মহোৎসবের চেয়ে কম নয়। ভাইজানের জন্মদিন বলে কথা! ভোরের আলো ফুটতেই বান্দ্রার গ্যলাক্সি অ্যাপার্টমেন্টের সামনে হাজার হাজার ভক্তের ঢল। আবদার একটাই। বিশেষ দিনটিতে সকলে একটি বার শুধু চোখের দেখা দেখতে চান সলমনকে।

এ বছর সম্ভবত এই চেনা ছবি দেখা যাবে না সুপারস্টারের জন্মদিনে। বাকি সব কিছুর মতো করোনা অতিমারি কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও। গ্যালাক্সির বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিস। যার মূল বক্তব্য, এ বছর জন্মদিনে সলমন বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে। সেখানে লেখা, ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালবাসা এবং স্নেহ পেয়েছি তা সত্যিই অতুলনীয়। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা অতিমারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে জমায়েত করবেন না। মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সকলকে অনেক ভালবাসা।’

হইচই করে নিজের বিশেষ দিনটি পালন না করলেও, ‘বিগ বস’-এর প্রতিযোগীদের থেকে বিশেষ ট্রিবিউট পেতে চলেছেন অভিনেতা। সলমনের ‘বার্থ ডে স্পেশাল’ এপিসোডে তাঁকে শুভেচ্ছা জানাতে আসবেন তাঁর দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং রবীনা টন্ডন।

 

 

Leave A Reply

Your email address will not be published.