The news is by your side.

সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’ ঘিরে উন্মাদনা

১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’

0 206

সালমান খান এবং ক্যাটরিনা কাইফের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ ঘিরে উন্মাদনা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে । মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির অগ্রিম বুকিং ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যেই বিক্রি হওয়া টিকিটের সংখ্যা দর্শকদের বিপুল উন্মাদনার প্রমাণ দিচ্ছে। সারা দেশে নির্বাচিত শহরগুলোতে অগ্রিম বুকিং শুরু হয়েছে সিনেমাটির । টিকিটের সংখ্যা সীমিত হওয়া সত্ত্বেও প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে বছরের সেরাদের তালিকায় নাম তুলেছে ‘টাইগার ৩’।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যেই প্রায় ৩৩,০৯০টি টিকিট বিক্রি হয়েছে এবং সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় এক কোটি রুপি ছাড়িয়েছে ।

ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইন থেকে ডাটা শেয়ার করে, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক্সে (টুইটার) পোস্ট করে জানিয়েছেন, “ন্যাশনাল চেইনে রবিবার ‘টাইগার ৩’-এর রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি হয়েছে । অগ্রিম বুকিং একটি পিভিআর আইনক্স ২০ হাজার, সিনেপোলিস ৩,৮০০ টিকিট ।  মোট ২৩,৮০০ টিকিট বিক্রি ।

এর পরের টুইটে আরো প্রায় ১০ হাজার টিকিট বিক্রির আপডেট শেয়ার করেন তরণ আদর্শ । সব মিলিয়ে প্রথম দিন ৩৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির, যা সালমান খানের বিগত কয়েকটি সিনেমার ব্যর্থতা থেকে বেরিয়ে আসার দারুণ আভাস দিচ্ছে । সাম্প্রতিক সময়ে বক্স অফিসে মোটেই ভালো সময় কাটছে না ভাইজানের। দীর্ঘ সময় ধরে ব্লকবাস্টারের মুখ দেখেননি সালমান ।

সুলতানের পর সেই অর্থে ‘অল টাইম ব্লকবাস্টার’ সিনেমা দর্শকদের উপহার দেননি সালমান খান। তার সর্বশেষ চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ ১০০ কোটিতেই আটকে গেছে । তবে ‘পাঠান’-এ টাইগার সালমানের ক্যামিও উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। এবার নিজের সিনেমায় ফিরছেন টাইগার। তাই ভক্তদের প্রত্যাশাও এখন আকাশ সমান ।

মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি ।  সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি । শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন টাইগার ৩-এ ।  প্রথমবারের মতো যশরাজ স্পাই ইউনিভার্সের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে ।  তাই ভক্তদের অপেক্ষার বাঁধ যেন ভেঙে যাচ্ছে! ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.