The news is by your side.

সালমানের কারণে খান পরিবারের বউ হতে পারেননি পূজা ভাট

0 143

খান পরিবারের ছোট ছেলে সোহেল খানের সঙ্গে প্রেম ছিল অভিনেত্রী পূজা ভাটের। খান পরিবারও চাচ্ছিল তাঁদের এ সম্পর্ক বিয়েতে রূপান্তরিত করতে। এ সময় ক্যারিয়ারের দোহাই দিয়ে সোহেল বারবার পিছিয়ে দেন তাঁদের বিয়ে। শেষ পর্যন্ত সোহেল–পূজার সম্পর্ক ভেঙে যায়। আর এ কারণে মূলত দায়ী করা হয় সালমান খানকে।

খান পরিবারের সবার সঙ্গে পূজার ভালো সম্পর্ক থাকলেও সালমান খানের সঙ্গে তাঁর সম্পর্কটা ভালো ছিল না।

পূজা জানিয়েছিলেন, ‘লাভ’ নামের একটি সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করতে চাননি তিনি। আর সে কারণেই সালমানের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি তৈরি হয়।

পূজা সরাসরি সালমানকে দায়ী না করলেও তাঁর সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা থাকায় অনেকেই মনে করেন সালমানের জন্য সোহেল আর পূজার চার হাত এক হয়নি।

সোহেল বলেছিলেন, ‘নিজেকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই তিনি বিয়ে করবেন। তার আগে নয়।’ অনেকের দাবি, এ বিষয়টা সোহেলকে মাথায় ঢুকিয়ে পূজা–সোহেলকে আলাদা করেছেন সালমান।

পরিচালক হিসেবে ক্যারিয়ারের জন্য সম্পর্কের ইতি টানলেও পরিচালক হওয়ার আগেই সীমা সচদেবকে বিয়ে করেন সোহেল। বিয়ের চার বছর পর ২০০২ সালে ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় সোহেলের।

সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই ব্যবসায়ী মণীষ মাখিজাকে বিয়ে করেন পূজা। দুজনের কারোরই এই বিয়ে টেকেনি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.