The news is by your side.

সালমানের ঈদের ছবি:  প্রথম দিনে আয় ১৫ কোটি রুপি

0 117

 

চার বছর পর সালমান খানের নতুন কোনো সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। প্রত্যাশা অনুযায়ী ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি প্রথম দিনে ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছে ১৫ কোটি রুপি। যা সালমান খানের সিনেমা হিসেবে (তাও আবার ঈদে মুক্তি) কিছুটা হতাশাজনক।

শুক্রবার (২১ এপ্রিল) মুক্তির প্রথম দিনে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আয় করেছে ১৫.৮১ কোটি রুপি। মুক্তির প্রথম দিনের এই আয় বিগত ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সালমান খানের ঈদ রিলিজের সঙ্গে তুলনা করলে বোঝা যায় ততটা সুবিধা করতে পারেনি ছবিটি। তার ঈদ রিলিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ‘ভারত’ ৪১ কোটি রুপি। সবচেয়ে বড় কথা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম দিনের আয় সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লপ হিসেবে পরিচিত ‘রেস ৩’ এবং ‘টিউবলাইট’-এর থেকেও কম।

২০০৯ সালে ‘ওয়ান্টেড’ দিয়ে ঈদে সিনেমা আসা শুরু হয় সালমান খানের। এই সিনেমার প্রথম দিনের আয় ছিল ৫.১০ কোটি। এরপর ২০১০ সালে ‘দাবাং’। যা আয় করেছিল ১৪.৫০ কোটি ওপেনিংয়ে। সেই সময়ের সবচেয়ে বেশি উপার্জিত প্রথম দিনের তকমাও এসেছিল এই সিনেমার ঝুলিতে। ২০১১ সালে আসে রোমান্টিক-কমেডি ‘বডিগার্ড’। সিনেমাটি প্রথম দিনে আয় করে ২১ কোটির। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে সালমানের সিনেমা প্রথম দিনে আয় করে ৩২.৯২ কোটি। সেই সময়ের সর্বোচ্চ ওপেনারের খেতাব ফের যায় সালমানের কাছে।

২০১৪ সালে সালমানের ‘কিক’ সিনেমা প্রথম দিনে আয় করে ২৬ কোটি। এরপর ২০১৫-এর বজরঙ্গি ভাইজানের প্রথম দিনের আয় হয় ২৭.১৫ কোটি। রেকর্ড ভাঙার প্রবণতা অব্যাহত ছিল ২০১৬ সালেও। যা প্রথম দিনেই ৩৬.৫৪ কোটি রুপি আয় করেছিল। ২০১৭ সালে ‘টিউবলাইট’ ২১.১৫ কোটি আয়ের সঙ্গে খাতা খুলেছিল। ২০১৮ সালে ‘রেস ৩’ এর উদ্বোধনী দিনের আয় ছিল ২৯.১৭ কোটি। তবে ২০১৯ সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ভারত’-এর প্রথম দিনের আয় ছিল সালমানের ক্যারিয়ারের সর্বোচ্চ, ৪২.৩০ কোটি।

 

Leave A Reply

Your email address will not be published.