সম্প্রতি ঢালিউড অভিনেতা ওমর সানীর সার্কাসে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ওমর সানী একজন সহশিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করছেন আর চারপাশে দর্শক। ওই ভিডিও নিয়ে বেশ আলোচনাও হচ্ছে নেটিজেনদের মধ্যে।
সার্কাসে ওমর সানীকে নৃত্য পরিবেশন করতে দেখে নেটিজেনরা বলছেন, একসময়ের ব্যস্ত এই চিত্রনায়কের এভাবে সার্কাসে অংশ নেওয়া ঠিক হয়নি।
এই বিষয়ে ওমর সানী জানান, ১৫-২০ বছর আগে থেকেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সার্কাসে অংশ নেন। এতে মোটেও বিব্রত বা বিচলিত নন তিনি।
পরিবারের প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, ‘আমার এসব কাজে আমার স্ত্রী, ছেলে-মেয়ে তো কোনো কথা বলে না, অন্যদের সমস্যা কী? আমি আরও করব। মানুষের খেয়েদেয়ে কাজ নেই, এসব নিয়ে ভাইরাল করায় পটু।
আমার সংসার, আমার জীবন আমাকেই চালাতে হয়। আমি সুযোগ পেলে যাত্রাতেও অভিনয় করব। আমি কমার্শিয়াল শিল্পী, পয়সার বিনিময়ে এসব কাজ করি।’