নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী ও বীর মুক্তিযোদ্ধা সারা বেগম কবরী স্মরণে সোমবার রাজধানীর সবুজবাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে জোটের নেতৃবৃন্দ বলেন, জাতির দুঃসময় সারা বেগম কবরীর কোন দিনই ভুলে যাওয়ার মত নয়। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের পাশাপাশি সংস্কৃতি কর্মীদের সংগঠিত করতে জোটের সদ্য প্রয়াত সভাপতির অবদানের কথা স্মরণ করেন নেতৃবৃন্দ। পরে ৫ সহস্রাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।