The news is by your side.

সারা তেণ্ডুলকর না সারা আলি খানকে বিয়ে করছেন শুভমন গিল?

0 136

 

সচিন চেণ্ডুলকর নাকি তাঁর মেয়ে সারার সঙ্গে শুবমনের আনুষ্ঠানিক বাগদান ঘোষণা করেই ফেলেছেন। অন্য দিকে, খেলোয়াড়কে নাকি বলিউডের সারা আলি খানের সঙ্গেও বিদেশে একাধিক রেস্তরাঁয় খেতে দেখা গিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের খেলায় ২০৮ রান করেছেন শুভমন। তাঁর পরপর ছক্কা এই রান গড়ে দিয়েছে।

২২ গজের অন্য প্রান্তে দ্রুত উইকেট পড়ে গেলেও শুভমন স্থির লক্ষ্য নিয়ে খেলে গিয়েছেন। ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দেশের সবথেকে ছোট ক্রিকেটার সচিন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। খেলা শেষ হতেই তাই মিমে ছয়লাপ নেটপাড়া।

তাঁর রেকর্ড ভাঙার পুরস্কার হিসেবে সচিন নাকি শুভমনকে ‘জামাই’ ঘোষণা করেছেন! কারণ, এক সময় তাঁর মেয়ে সারার সঙ্গে সম্পর্কে ছিলেন শুভমন।

সারা আলি খানের সঙ্গে তাঁর হৃদ্যতার কথা খেলোয়াড় নিজেই জানিয়েছেন সোনম বাজওয়াকে।

আরও বলেছিলেন, সারা ইন্ডাস্ট্রির সবচেয়ে উপযুক্ত অভিনেত্রী। আর বলিউডের সঙ্গে ২২ গজের সম্পর্ক অনেক পুরনো। অঞ্জু মহেন্দ্র-গ্যারি সোবার্স বা ভিভ রিচার্ড-নীনা গুপ্তা তো আছেনই। রীণা রায়-মহসিন খানও এই তালিকায়। সম্প্রতি কেএল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি। সারা আলির খানের দাদু নবাব পতৌদির সঙ্গে বিয়ে হয়েছিল শর্মিলা ঠাকুরের। সেই পরম্পরাই কি এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা?

Leave A Reply

Your email address will not be published.