The news is by your side.

সারা-কার্তিকের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে !

0 154

লন্ডনে উড়ে গিয়েছেন সারা আলি খান। কার্তিক আরিয়ানও প্যারিস থেকে উড়ে গেলেন লন্ডনে। দুই প্রাক্তননের মিলিত হলেন সেখানেই।

গুঞ্জন চলছে, সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন নতুন করে। শুধুই কি গুঞ্জন? আসলে লন্ডনে বর্ষযাপনের ছুটিতে মেতেছেন সারা-কার্তিক।

বছরের প্রথম দিনে দুজনেই লন্ডনের এক হোটেল থেকে ছবি দিলেন। যদিও কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের। কিন্তু একই ক্যাফে থেকে দুজনের ছবি পোস্ট হওয়ার পর থেকে ভক্তদের জল্পনা শুরু হয়েছে, তবে কি জোড়া লাগছে ভেঙে যাওয়া সম্পর্ক?

বছরের প্রথম দিনে কাকতালীয়ভাবে মিলে গেল কার্তিক-সারার থাকার স্থান। ভাই ইব্রাহিমের সঙ্গে লন্ডনের এক পাঁচতারা হোটেল থেকে ছবি দেন সারা। একই দিনে সেই হোটেল কফির কাপে চুমুক দিতে দিতে ছবি দিয়েছেন কার্তিকও। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা- দুই প্রাক্তন কি একসাথেই হাঁটতে চলেছেন  বর্তমানের পথে?

 

Leave A Reply

Your email address will not be published.