জয়পুর থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে নামতে না নামতেই অনুরাগীরা এসে ঘিরে ধরলেন সারা আলি খানকে। সাদা সালোয়ার-কামিজ আর গোলাপি দোপাট্টায় ঝলমল করছিলেন এ নায়িকা।
সদ্য জন্মদিন পালন করে ঘরে ফিরছেন, মুখের হাসি অম্লান। তাকে দেখে কেউ সেলফির আবদার করলেন, কেউ আবার করমর্দনের। তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত।
কানের দুল চুরি করার চেষ্টা করছিলেন এক অনুরাগী। বিমানবন্দরে অনুরাগীর আচরণ দেখে শিহরে উঠলেন অনেকেই। আবার কেউ বুঝলেন— ভালোবাসা।
ভিডিওতে দেখা যায়, এক নারী অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তার পরই সেই নারী সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্য দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হলো কিনা, ভালো বোঝা গেল না।
দুজনেই দুদিকে হেঁটে চলে গেলেন। সেই দেখে মন্তব্যে নানা মুনির নানা মত। কেউ মনে করছেন, কানের গহনা ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি! কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহঙ্কার নেই।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা। উদয়পুর সফরের ছবি পোস্ট করেছেন তিনি। মা অমৃতার সঙ্গেও পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— আমার গোটা জগৎকে শুভ জন্মদিন। আমার আনন্দ, উল্লাস হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আমার সামনে আয়না ধরার জন্য।
২০১৮ সাল। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে কেদারনাথ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা। পরে তাকে রণবীর সিংহের সহ-অভিনেত্রী হিসাবে দেখা যায় সিম্বাতে।