সারা আলি খান। খুব অল্প সময়ই বলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছেন সাইফ আলী খান ও দম্পতির এই কন্যা। সম্প্রতি তার একটি ইনস্টাগ্রাম পোস্টে হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায়।
ক্যামেরার সামনে মুহূর্তের মধ্যে পোশাক বদলাতে দেখা গিয়েছে সারাকে। লেহেঙ্গা, বিকিনি থেকে শর্টস এবং ওয়ান পিসে ধরা দিয়েছেন অভিনেত্রী। কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের পোশাকে দেখা মিলেছে তার।
কোন পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর দেখাচ্ছে, আবার কোনও পোশাকে খুব মিষ্টি। নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই থাকে নেট-দুনিয়ায় চর্চায়। দেশি অবতার হোক বা সাহসী স্টাইল, সারার প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেন। ভিডিওতে ২০ বার অভিনেত্রীকে পোশাক বদল করতে দেখা গিয়েছে।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সারা।
এরপর রণবীর সিং-এর বিপরীত ‘সিম্বা’, কার্তিক আরিয়ানের বিপরীতে ‘লাভ আজ কাল’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে দেখা গিয়েছে। নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরঙ্গি রে’। এই ছবিতে সারার সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও ধনুশকে।