The news is by your side.

সাম্প্রদায়িক সংঘাত কখনোই কাঙ্ক্ষিত নয় : সিইসি

0 162

নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাত-সহিংসতার আশঙ্কা প্রকাশ করে সিইসির কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সিইসি বলেন, বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি।

আসলে বিষয়টা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যখন নির্বাচনের সঙ্গে বিষয়টা সংশ্লিষ্ট হবে, সেখানে আমাদের সংশ্লিষ্টতা এসে যায়। আমরা চিঠি-পত্র দিয়ে সরকারকে, ডিসি, এসপিদের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়- যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের অবহিত করবো দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয়।

আমরা কঠোরভাবে সতর্ক করে দেবো, সাম্প্রদায়িক সংঘাত কখনোই কাঙ্ক্ষিত নয়, বাঞ্ছিত নয়। এটা কখনো সভ্য আচরণ হতে পারে না। এটা অমানবিক একটা বিষয়। আমরা এই ধরনের অমানবিকতাকে কখনোই প্রশ্রয় দেই না। আমরা তাদেরও অনুরোধ করেছি, সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করে আপনারা আপনাদের শঙ্কার কথাটা ব্যক্ত করে রাখেন।

Leave A Reply

Your email address will not be published.