The news is by your side.

সামান্থা, আর অপেক্ষা করতে পারছি না:  ভক্তদের কমেন্টস

0 121

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে দক্ষিণী অভিনেত্রী সামান্থার পৌরাণিক সিনেমা ‘শকুন্তলম’। আগামী ১৪ এপ্রিল আলোর মুখ দেখবে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

নির্মাতা গুণশেখর পরিচালিত ‘শুকুন্তলম’ সম্প্রতি দেখেছেন সামান্থা। সেই স্ক্রিনিংয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি।

ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘নিজের অভিনীত সিনেমা দেখে নিজেই মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস সিনোমটি দর্শকদের, বিশেষ করে পরিবারের কাছ থেকে ভালোবাসা পাবে। একটি পৌরাণিক গল্প যে এত সুন্দরভাবে তুলে ধরা যায় তা প্রমাণ করেছেন গুণশেখর। সবার প্রশংসার অপেক্ষায় আছি।’

সামান্থার পোস্ট করা ছবিটিতে দেখা গেছে ,তিনি ঘাসের ওপর শুয়ে আছেন। তার গলায় হলুদ ফুলের মালা এবং পরনে একটি সাদা পোশাক। তার এমন ছবি এবং মন্তব্য সামনে আসতেই প্রশংসায় ভরে ওঠে কমেন্টস বক্স।

একজন লিখেছেন, ‘একটি ভিজ্যুয়াল ট্রিট সকল স্যাম ভক্তদের জন্য অপেক্ষা করছে’।

অন্য একজন লিখেছেন, ‘এত সুন্দর! আর অপেক্ষা করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘সামান্থা, তোমার জীবনের সেরা সিনেমা দেখার জন্য মুখিয়ে আছি!’

সিনেমাটি আসছে ১৪ এপ্রিল তেলেগু, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে। সিনেমাটিতে সামান্থার বিপরীতে অভিনয় করেছেন দেব মোহন।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.