নিউজিল্যান্ডে সামরিক স্টাইলের সব ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আগামী ১১ এপ্রিলের এসব অস্ত্র নিষিদ্ধের আইন কার্যকর হবে। আইন হওয়ার পর এসব অস্ত্র কেনাবেচা করা যাবে না।
সামরিক স্টাইলের অস্ত্রগুলোতে ব্যবহৃত বন্দুকের বিভিন্ন অংশ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগজিনও নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আরডার্ন।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক সন্ত্রাসীর হামলায় ৫০ জন নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে নিউজিল্যান্ডের অস্ত্র আইন। সেই প্রেক্ষিতে নতুন এই আইন করার কথা বললেন দেশটির প্রধানমন্ত্রী।