বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন আনেজকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযোগ- তিনি বলিভিয়ার সাবেক আরেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছেন।
অভ্যুত্থানের পর আনেজ বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে বলিভিয়ায় মার্কিন পরিকল্পনায় ওই সামরিক অভ্যুত্থান হয়। পরে অবশ্য নির্বাচনের মাধ্যমে মোরালেসের একান্ত ঘনিষ্ঠ সহযোগী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং জেনিন আনেজকে আটক করা হয়।
আটকের এক বছর পর তার বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা দিলেন।
তিন মাস আগে তার বিরুদ্ধে আদালতের মামলার কার্যক্রম শুরু হয় এবং শনিবার আনেজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর লাপাজের একটি নারী কারাগারে তাকে ১০ বছর কাটাতে হবে।