The news is by your side.

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

0 33

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে, শাজাহান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মো. রবিউল হোসেন ভুঁইয়া ।

শেষ জাতীয় সংসদ নির্বাচনে শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

শাজাহান খান ১৯৫২ সালের ১ জানুয়ারি মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট মৌলভী আচমত আলী খান এবং মা তজন নেসা বেগম।

বিভিন্ন সময়ে তার বক্তব্য ও অবস্থানের জন্য শাজাহান খান সমালোচিত হয়েছেন। ২০১৬ সালে পরিবহন খাতে অনিয়মের জন্য তার অপসারণ দাবি করা হয়েছিল। এছাড়া ২০১৮ সালের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু পর মন্ত্রীর মন্তব্য দেশের নানা জায়গায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণ হয়।

Leave A Reply

Your email address will not be published.