The news is by your side.

সাবেক ছাত্রলীগ নেতা  রেবেকা সুলতানা রোমার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0 118

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এর সহধর্মিনী  রেবেকা সুলতানা রোমার  প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

২০২২ সালের এই দিনে  রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত এই নেত্রী।

১/১১   এর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে  অগ্রণী ব্যাংকে কর্মরত অবস্থায়ই ব্যক্তিগত ও পারিবারিক ভাবে  সমর্থন যোগান  রাজপথে আন্দোলনরত   তার স্বামী শাহে আলম মুরাদ ও  আওয়ামী লীগ নেতাকর্মীদের।

রেবেকা সুলতানা অগ্রণী ব্যাংক লিমিটেড উপ-মহাব্যবস্থাপক হিসেবে  কর্মরত ছিলেন।

বরিশাল অফিস :

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা রোমার মৃত্যুবার্ষিকীতে  বরিশালের মেহেন্দিগঞ্জে  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আদমদীঘি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত  দোয়া ও মোনাজাতে অংশ নেন –  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  সাবেক  উপ- রেজিস্টার এম এ আজিজ, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাতুব্বর , ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য লিয়াকত আলী খান, মেহেন্দিগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মিজানুর রহমান আরজুসহ স্থানীয় আওয়ামী লীগ  নেতৃবৃন্দ।

শাহে আলম মুরাদের  পরিবারের সদস্যবর্গ এবং  হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার  বিপুল সংখ্যক সাধারণ মানুষ  এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.