The news is by your side.

সাফ ফুটবল বিজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা

0 91

সাফ ফুটবলে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মাগুরার দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সংবর্ধিতরা হলেন সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও একই দলের সদস্য উম্মে কুলসুম। তাঁদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে। বর্তমানে দুজনেই বিএকেএসপিতে লেখাপড়া করছেন।

সোমবার জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলনকক্ষে তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ।

এ সময় উপন্থিত ছিলেন কৃতি ফুটবলারদের অনুপ্রেরক ও প্রাথমিক শিক্ষা জীবনের প্রশিক্ষক গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.