The news is by your side.

সানির মধ্যে আমি সেই নারীকে পেয়েছি : অনুরাগ কাশ্যপ

0 163

এই মুহূর্তে কান ফিল্ম ফেস্টিভালে রয়েছেন সানি লিওন। অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কান ফিল্ম ফেস্টিভালে সিনেমাটির প্রিমিয়ারেও অংশ নিয়েছেন। সানি এবং রাহুল ভাটের সঙ্গে রেড কার্পেটে হাঁটার আগে সিনেমাটির পরিচালক অনুরাগ কাশ্যপ মিডিয়াকে জানান, কেন তিনি ‘কেনেডি’ সিনেমায় চার্লি চরিত্রের জন্য সানিকে বেছে নিয়েছিলেন।

‘কেনেডি’র টিজারে সানির চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে অভিনেত্রীর একটি ছোট্ট ঝলক রয়েছে। লিফটে ওঠার পর তাকে রহস্যজনকভাবে হাসতে দেখা যায়। এই সিনেমাতে অনিদ্রা রোগে ভোগা এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প উঠে এসেছে। দুনিয়ার চোখে বহুদিন আগেই মৃত তিনি, তবে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে অগোচরেই লড়াই চালাচ্ছেন তিনি।

সেই চরিত্রেই রয়েছেন রাহুল ভাট।

সানি সম্পর্কে কথা বলতে গিয়ে অনুরাগ কাশ্যপ ফিল্ম কম্প্যানিয়নকে বলেন, ‘আমি শপথ করে বলছি আমি কখনো তার কোনো সিনেমা দেখিনি। আমি ওর সাক্ষাৎকার দেখেছি। ওর চোখেমুখে একটা বিষণ্ণ ভাব রয়েছে, অতীত জীবন রয়েছে।

আমার ৪০ বছরের বেশি একজন নারীর দরকার ছিল। যাকে নিয়ে তার চারপাশের পুরুষরা যৌন চিন্তাভাবনা করে, ৫০-৬০ বছরের পুরুষরা। আমার সেক্সের অভিনয় দেখার দরকার ছিল না। আমার দেখতে হতো এমন একজন যে সত্যিকারের জীবনে এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায়। সানির মধ্যে আমি এমন একজন নারীকে পেয়েছি যে এই সমস্ত জিনিসগুলোকে অতিক্রম করে এসেছে।

অনুরাগ আরো বলেন, ‘সানিকে সিনেমার জন্য কী পরিমাণ অর্থ দেওয়া হয় আমি জানি। আমি ওকে বলেছিলাম এটা ওই ধরনের চলচ্চিত্র না। আমি এতটা পারব না। তিনি খুশি হয়ে জবাব দিয়েছিলেন, তুমি যে আমার কথা ভেবেছ এটাতেই আমি অভিভূত, আমি কাজটা করব। কঠিন পরিশ্রম করেছেন তিনি কাজটার জন্য। আর সেটা সিনেমায় ফুটেও উঠেছে।’

পর্ন সিনেমায় নিজের ক্যারিয়ার শুরু করা সানি লিওন ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’-এর হাত ধরে বলিউডে পা রাখেন। তার আগে অংশ নিয়েছিলেন বিগ বসে। এখন নিয়মিত কাজ করছেন বলিউডে। বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে কান উৎসবে কেনেডির স্ক্রিনিং হয়। সিনেমাটি সেখানকার দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। হলে উপস্থিত দর্শকরা সাত মিনিট ধরে টিম কেনেডিকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়। কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ‘কেনেডি’।

 

 

Leave A Reply

Your email address will not be published.