The news is by your side.

সানিকে অকারণে হেনস্থা করার চেষ্টা চলছে:  হাইকোর্ট

0 135

 

সানি লিওনি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তাঁদের এক সহযোগীর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে জানাল কেরালার হাইকোর্ট।

বিচারপতি বেচু কুরিয়েন থমাস জানিয়েছেন, সানিকে অকারণে হেনস্থা করার চেষ্টা চলছে, এই অভিযোগ তিনি বাতিল হিসাবেই গণ্য করছেন। তবে তদন্ত যাতে চলতে পারে তার জন্য মামলার শুনানি চলবে। পরবর্তী শুনানি আগামী ৩১ মার্চ।

২০২২ সালের ১৬ নভেম্বর সানি, ড্যানিয়েল এবং সেই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক ইভেন্ট ম্যানেজার। বিচারপতি কুরিয়েন বৃহস্পতিবার বলেন, “এর মধ্যে অপরাধ কোথায় বুঝছি না। অকারণে সানি লিওনিকে হেনস্থা করা হচ্ছে। আমি এই মামলা বাতিল করার পক্ষে।”

অভিযোগকারী ইভেন্ট ম্যানেজারের দাবি ছিল, লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও সানি অনুষ্ঠানে এসে পারফর্ম করেননি। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় সানির স্বামী ড্যানিয়েল এবং সহকারীর বিরুদ্ধে।

অভিযোগকারীর কোনো লোকসান হয়নি। সানির পক্ষ থেকেও এমন ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। প্রমাণ হিসাবে যা জমা পড়েছিল তা যথেষ্ট বলে মনে করেনি জিস্ট্রেট কোর্ট। উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলা সেখানে বাতিল হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.