The news is by your side.

‘সাদা হাতি’ বলে কটাক্ষ শুভশ্রীর বোন দেবশ্রীকে!

0 119

গ্ল্যামার ওয়ার্ল্ডে কত কথাই না শুনতে হয় মেয়েদের। যেখানে মডেল বা অভিনেত্রী বলতেই সবার মাথায় আসে রোগা, ছিপছিপে, ফর্সা, লম্বা, সুন্দরী। কিন্তু সত্যিই কি চেহারার মাপকাঠি দিয়ে শিল্পে কারো প্রবেশ আটকে রাখা যায়? মুখ খুললেন কলকাতার তিন পরিচিত মুখ দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিন্‌হা, অরিজিতা মুখোপাধ্যায়।

সঙ্ঘশ্রী বললেন, ‘যখন আমরা দেখাই কোনো পরি আসছে আকাশ থেকে তাঁকে ভীষণই ফরসা, খুবই রোগা আর লম্বা চুল। এটা কে এঁকেছে আমি জানি না। যে এঁকেছে তাঁর সঙ্গে আমার কথা বলতে হবে।’ অরিজিতা বললেন, ‘মোটাকে মোটা বলতেই পারেন, আমার তাতে সমস্যা নেই। কিন্তু অপমান করা হলে আমার তাতে সমস্যা আছে।’

দেবশ্রী নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, ‘অভিনয়ে আসার আগে আমি করপোরেট ওয়ার্ল্ডে ছিলাম। তো ওখানে একজন আমার সিনিয়র বস একটা কমেন্ট করেছিলেন, যেটা আমি পরে লোকের মুখ থেকে জানতে পারি। আমাকে সাদা হাতি বলা হয়েছিল। আজকে যদি উনি আমার এই সাক্ষাৎকারটা দেখেন, তাহলে উনি কিন্তু সেই চাকরিটাই করছেন। সেই একই জীবন কাটাচ্ছেন। আমি কিন্তু নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি।’

অরিজিতার খাওয়া নিয়ে কটাক্ষের জবাব দিলেন, ‘আমরা বেশি খেতেই পারি। কিন্তু আপনার টাকায় তো খাচ্ছি না।’

সঙ্ঘশ্রীর মোটা নিয়ে কটাক্ষ করে বললেন, “যেই মাসি আমাকে বলেছিলেন- এত মোটা তোকে কে বিয়ে করবে বল তো, সেই মাসিকে- ‘হাই মাসি! এই যে আমি বসে আছি। আর এটাই আমার তোমাকে জবাব।’

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি ছবির প্রোমোশনেই এই ভিডিও বার্তা দেন। বাচস্পতি ভাদুড়ি আর ফুল্লরা ভাদুড়ির গল্প আসছে বড় পর্দায়। প্রযোজনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মে মাসে ছবিটি হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.