The news is by your side.

সাত ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

0 119

 

ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রধান বাধা ছিল উৎসুক জনতা। পানির স্বল্পতা ও বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে মহাপরিচালক বলেন, উৎসুক জনতার কারণে কাজ করতে সমস্যা হয়েছে। তিনি তাঁর নিজের করা একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের দেখিয়ে বলেন, ‘কোন জায়গা দিয়ে আমরা ফায়ার সার্ভিস কাজ করব। কোথায়, কীভাবে ফায়ার সার্ভিসের লোক কাজ করবে? আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি।’

আগুন নেভাতে পানির স্বল্পতার কথা বলেন মহাপরিচালক মো. মাইন উদ্দিন। তিনি বলেন, সেনাবাহিনী পানির বাউজার এনে এবং ওয়াসাও পানির বিষয়ে সহায়তা করেছে। আর ঘটনাস্থলে বাতাস ছিল অনেক। বাতাসে এক জায়গা থেকে অন্য জায়গায় আগুন চলে গেছে। ফলে নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Leave A Reply

Your email address will not be published.