The news is by your side.

সাগরলতা সংরক্ষণ না করলে  সাগর ভাঙ্গনরোধ করা সম্ভব নয়

0 208

 

 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সৌন্দর্য বর্ধন এবং সাগরলতা সংরক্ষণে সাইনবোর্ড স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার৷

সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট সাইনবোর্ড লাগিয়ে সংরক্ষণের উদ্যোগ টুরিস্ট পুলিশের কক্সবাজার।

এসময় কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন,সাগরের ভাঙ্গন রক্ষায় সাগরলতার ভূমিকা অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাগরলতা সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সাগরলতা সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আজ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সচেতনতামূলক সাইনবোর্ড লাগিছে।

রেজাউল করিম বলেন, আমরা অনেক সময় দেখি কক্সবাজার আগত পর্যটকরা না বুঝে সাগরলতার চলাফেরা করে সেটি নষ্ট করে ফেলে। এজন্য সাগরলতার যেন কোন ক্ষতিসাধন না হয় সেদিকে নজর রেখে আমরা ট্যুরিস্ট পুলিশ এই উদ্যোগ নিয়েছি । সাগর সাগর ভাঙ্গনরোধে  সাগরত সংরক্ষণের  বিকল্প নেই। তাই সবাইকে বিচের ভাঙ্গনরোধে সাগরলতা সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অফিসার্স ইনচার্জ গাজী মিজান, উপপরিদর্শক আব্দুল হামিদ,শামীম, কনস্টেবল হাসিবুল ইসলাম,মিলনসহ পুলিশ পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ ।

Leave A Reply

Your email address will not be published.