The news is by your side.

সাকিব-শিশির: এক হোটেলে থাকার সময় বন্ধুত্ব- প্রেম

0 105

 

সাকিব আল হাসান।  বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার। তাঁর অর্ধাঙ্গিনীও কোনও অংশে কম নন। পেশায় খ্যাতনামী মডেল তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর শাকিবের সঙ্গে বিয়ে হয় উম্মে আহমেদ শিশিরের। বাংলাদেশের কন্যা হলেও আমেরিকার বাসিন্দা ছিলেন তিনি।

১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্ম শিশিরের। ১০ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় চলে যান তিনি।

আমেরিকায় স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন শিশির। আমেরিকারই একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১০ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলতে গিয়েছিলেন শাকিব। ইংল্যান্ডে তিনি যে হোটেলে ছিলেন, সেই হোটেলেই উঠেছিলেন শিশির।

ইংল্যান্ডের হোটেলে হঠাৎ দেখা হয়ে যায় শাকিব এবং শিশিরের। সেখান থেকে বন্ধুত্ব- প্রেম। বিয়ের আগে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন তাঁরা।

নিজেদের সম্পর্কের কথা গোপন করে রেখেছিলেন শাকিব এবং শিশির। ২০১২ সালের ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে করেন।

ইঞ্জিনিয়ারিং পড়ার পর মডেলিং করতে শুরু করেন শিশির। একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।

সমাজমাধ্যমে শিশিরের অনুরাগীমহল নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় শিশিরের অনুরাগীর সংখ্যা ২৪ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

বর্তমানে কাজ এবং সংসার নিয়ে ব্যস্ত শিশির। দুই কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে তাঁর। সমাজমাধ্যমে অধিকাংশ সময় পরিবারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.