The news is by your side.

সাকিব ফিরবেন স্বমহিমায়:শাকিব খান

0 995

 

দেশের ক্রিকেটের উপর ২৯ অক্টোবর মঙ্গলবার যে ঝড় বয়ে গেছে সেটার ক্ষতি অপূরণীয়। বাংলাদেশ দলের হয়ে আগামী এক বছর মাঠে নামবেন না শতভাগ ফিট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব। এর থেকে বড় ক্ষতি আর কী এই বা হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য! তবে সারাদেশের মানুষের মতো এই কঠিন সময়ে সাকিবের দাঁড়িয়েছেন দেশীয় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শাকিব খান লিখেছেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নি:সন্দেহে ভীষণ কষ্টের।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।

Leave A Reply

Your email address will not be published.