The news is by your side.

সাকিব, তামিম কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি : মাশরাফি

সাকিব-তামিমরা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারে!

0 119

 

মাশরাফি বিন মর্তুজা সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন ২০২০ সালের মার্চে। সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে ম্যাচ ছিল সেটি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও এরপর আর বাংলাদেশের হয়ে খেলা হয়নি ম্যাশের।

মাঠ থেকে মাশরাফিকে বিদায় দেওয়া হবে কি না সে বিষয়টাও সবার অজানা। তবে নিজের হোক বা না হোক, মাশরাফি চান সাকিব-তামিমদের বিদায় যেন মাঠ থেকেই হয়।

বিপিএলের ম্যাচ খেলতে বর্তমান সিলেটে রয়েছেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্স দলপতি জানান, ক্রিকেটার অবসরের সময় হলে মাঠ থেকে তাদের বিদায় দেওয়ার সংস্কৃতি চালু হওয়া দরকার।

ম্যাশ বলেন, ‘অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত, ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়…তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে।’

সাকিবদের অবদানের কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘দীর্ঘদিন, দীর্ঘ সময় তারা শ্রম দিয়েছে। অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্যবয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা আসে, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’

নিজের সম্পর্কে ম্যাশ বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো প্রত্যাশা নেই। এ নিয়ে কোনো রাগ, ক্ষোভ, কিছুই না। আমার কোনো ক্ষোভ নাই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে।’

Leave A Reply

Your email address will not be published.