The news is by your side.

সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি

0 106

কানাডায় বসতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র পেয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। একইসঙ্গে সাকিব ছাড়পত্র পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের জন্যও।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র দেয়নি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। কিন্তু আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে।

আগের মতো আর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয় না বাঁহাতি এ অলরাউন্ডারের। এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেও পুরো টুর্নামেন্টের ছাড়পত্র না পাওয়ায় নিজেকে প্রত্যাহার করে নেন। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় যাবে সাকিবের।

একটা সময় ছিল সাকিব আল হাসানের ছুটি ছিল না। জাতীয় দলের খেলার বাকি সময়টুকু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে নিত। স্ত্রী উম্মে আহমেদ শিশির আর কন্যা অ্যালাইনা হাসানকে বিমান আর হোটেলে হোটেলে কাটাতে হয়েছে সাকিবের সঙ্গে।

Leave A Reply

Your email address will not be published.