সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ফ্যাক্টচেকিং অপরিহার্য । ফ্যাক্টচেকিং না হলে প্রতিবেদনে বড় ধরনের ভুল হতে পারে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি’র নারী সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থা,র প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া এ কথা বলেন।
ফ্যাক্টচেককে বর্তমান সময়ের উপযোগী বিষয় হিসেবে তুলে ধরে প্রধান অতিথি ফ্যাক্টচেকিং টুলস,ভুয়া তথ্য যাচাই,সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পিআইবি মহাপরিচালক সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখন মিথ্যাচার অনেক বেশি হচ্ছে। ফেইসবুকের স্ট্যাটাস দিয়ে অনেক দৈনিক পত্রিকা প্রতিবেদন করছে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ছিল।
পিআইবি মহাপরিচালক বলেন, অনলাইন গণমাধ্যমগুলোতে অল্প সময়ের মধ্যে সংবাদ প্রচার হয়, ভুল তথ্য পরিবেশনের হলে সহজে জনগণ বিভ্রান্ত হয়। সেদিকে কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
প্রশিক্ষণ শেষে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ নারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র প্রদান করেন ।