পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর এটিই সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর এই পরিস্থতিকে ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে জানিয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন বলেন, এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাচলও কম।গরমে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।