The news is by your side.

সর্বজনীন পেনশন স্কিম সরকারের টাকা চুরির নতুন ফন্দি: মির্জা ফখরুল

0 138

 

‘সর্বজনীন পেনশন’উদ্যোগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে ব্যবহার করার জন্য সরকার এই পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করেছে ।

রাজধানীর দয়াগঞ্জে সরকার পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু নাই, দেশটাকে ফোকলা বানিয়েছে সরকার। এখন আবার আরেকটা নতুন কায়দা বের করেছে- পেনশন স্কিম। টাকা চুরির আরেকটা নতুন ফন্দি। কিন্তু মানুষ এবার তা হতে দেবে না।’

সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। টেলিভিশনে দেখবেন, এখন মুখে হাসি নাই। চকচকা কাপড় কম পরেন। যারা যারা বিদেশে বাড়িঘর তৈরি করেছিল সেটা কীভাবে রক্ষা করবে সেই চিন্তায় আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, দেখে মনে হবে সারা দেশটা একটা কারাগার।’

 

Leave A Reply

Your email address will not be published.