The news is by your side.

‘সরি দিদি’-  মিমকে পরীমনি

0 118

পরপর রাজ-মিম জুটির পরাণ ও দামাল সফলের আরেকটি সিনেমায় একসঙ্গে অভিনয়ের কথা ছিল তাদের।

তবে সেই সিনেমায় অভিনয় করবেন না মিম। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে এ অভিনেত্রী জানিয়েছেন, রাজের সঙ্গে আর জুটি বেঁধে অভিনয় করবেন না তিনি।

এর কারণ হিসেবে মিম বলেছেন, রাজ-পরীর সংসারে আবারও  ‘অবিশ্বাস-ঝামেলা’ তৈরি হোক, তা তিনি চান না।

গণমাধ্যমে মিমের এমন বক্তব্য আসার দুই দিন পর আবারও রাজকে জড়িয়ে তাকে খোঁচা দিলেন পরীমনি।

মিমের নাম উল্লেখ না করে সোমবার রাত ৯টার দিকে ফেসবুক স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না।’

সেই সঙ্গে হাসির ইমো জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘সরি দিদি।’

১০ নভেম্বর রাত সোয়া ২টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি। আর তাদের সম্পর্কের মধ্যস্থতাকারী হিসেবে ইঙ্গিত দিয়ে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে আখ্যা দেন তিনি।

স্ট্যাটাসে মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

এরপর পরীমনির নাম উল্লেখ না করে দীর্ঘ এক স্ট্যাটাসের একাংশে মিম লেখেন,’ ‘…আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘…কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

মিমের এই স্ট্যাটাসের পর পাল্টা দীর্ঘ আরেক স্ট্যাটাসের একাংশে পরীমনি লেখেন, ‘…কিন্তু বিশ্বাস করো ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।’

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.