সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খানের বক্তব্যে সরকারের বিপদে পড়ার কোনো বিষয় নেই।
সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বক্তব্য আসাটা ভিন্ন। তিনি শ্রমিক ফেডারেশনের নেতা, তাদেরকে খুশি রাখতেও কিছু কথা বলতে হয়। আমাদের কাছেও তিনি এসব কথা বলেননি। সরকারের বিপদে পড়ার কোনো বিষয় নেই। সরকার সঠিক পথেই আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই সরকার চলবে। আইন বাস্তবায়নও হবে। এখানে কারো ইচ্ছায় কিছু হয় না। আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানান ওবায়দুল কাদের।